image

প্রয়াত ধর্মেন্দ্র, ৮৯ তেই বিদায়

 

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র৷ অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ এর আগেও একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছিল অভিনেতাকে৷ ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল দীর্ঘদিন ধরেই৷ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন অভিনেতা৷ তাঁর মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল৷ কিন্তু এবার সমস্ত গুজবকে সত্যি করেই  না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা ৷ ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ  ফিল্ম ইন্ডাস্ট্রি৷

প্রয়াত হলেন বলিউডের ‘হি-ম্যান’৷ টিনসেল টাউনে নেমে এল গভীর শোকের ছায়া৷ বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন বীরু৷ সোমবার, ২৪ নভেম্বর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র৷ কোনওভাবেই আর শেষরক্ষা হল না, কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় ‘শোলে’র বীরু৷

We are News your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : biswabanglatvofficial@gmail.com
Contact : 8910451550
Whatsapp : 8910451550

© Biswabanglatv . All Rights Reserved. Developed By Maskin Web Solutions India Pvt. Ltd.