শয়ে শয়ে মানুষ মাথায় বোঁচকা, হাতে জিনিসপত্র নিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছেন; SIR-আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক
আমাদের একটু বার করে দিচ্ছে, আমরা চলে যাচ্ছি, এক কথা।
কেউ ভারতে কাটিয়েছে ৫ বছর, কেউ তারও বেশি। কিন্তু SIR শুরু হতেই বাংলাদেশে ফেরার ঢল নেমেছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে দেখা গেল দেশে ফিরতে অপেক্ষা করছেন শয়ে শয়ে মানুষ জানাচ্ছে, আমাদের একটু বার করে দিচ্ছে, আমরা চলে যাচ্ছি, এক কথা।
কেউ ব্যাগপত্র গুছিয়ে ফেলেছেন, কেউ সংসার মাথায় নিয়ে হাঁটা দিয়েছেন সীমান্তের দিকে। অনেকেই আগে থেকে পৌঁছে অপেক্ষা করছেন সীমান্তে। সীমান্ত পারের অপেক্ষায় অসংখ্য মানুষের সময় কাটছে খোলা আকাশের নীচে।
আরেক বাসিন্দা বলেছেন, 'এখন এই যে NRC হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে, তাদেরকে সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে। সেই হিসেবে আমরা বর্ডারে চলে এসেছি। যেহেতু আমরা অনুপ্রবেশকারী, আইনগতভাবে আমরা অবৈধ
চলছে, SIR-এর কাজ। এরই মধ্যে শুরু হয়েছে বাংলাদেশে ফেরার হিড়িক।বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সীমান্তে ধরা পড়েছে বহু বাংলাদেশি। তবে সব ছাপিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের এই ছবি। শিশু থেকে বৃদ্ধ- বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় কয়েকশো মানুষ। এদের মধ্যে কেউ ৫ বছর, কেউ ১০ বছর ধরে অবৈধভাবে ভারতেই বসবাস করছিলেন। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলেন, 'আমরা দালালের মাধ্যমে ঢুকেছিলাম। ৩ হাজার টাকার মতো নিয়েছিল। আমরা কাগজ কুড়ানি।'
ভারত থেকে বাংলাদেশে ফেরার হিড়িকের আবহে ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে শয়ে শয়ে মানুষ মাথায় বোঁচকা, হাতে জিনিসপত্র নিয়ে রাস্তা ধরে হেঁটে চলেছেন। তারপর এভাবে ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাস্তার ধারে আশ্রয় নিচ্ছেন।
প্রশাসন সূত্রে দাবি, এভাবেই প্রত্যেকদিন শয়ে শয়ে মানুষ বাংলাদেশ ফিরতে চাইছে। তাদের মধ্যে অনেককেই BGB-র হাতে তুলে দিচ্ছে BSF। এরা যখন ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে চাইছেন, তখন স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চাযেতের তরফে খাবার দিয়ে সাহায্য করতেও দেখা গেল।