image

রাজ্য / 16 June, 2025

রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কয়েক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা

আজ, সোমবার ঝড়-বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে আজ, সোমবার ভারী বৃষ্টি হতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলায় ঝড়-বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রা কমতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে সব জেলাতে। দমকা ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতি ও শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে।

Recents

We are News your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : biswabanglatvofficial@gmail.com
Contact : 8910451550
Whatsapp : 8910451550

© Biswabanglatv . All Rights Reserved. Developed By Maskin Web Solutions India Pvt. Ltd.