ছয় জেলায় রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা! গত ২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টিপাত?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপের জেরে সোমবার রাত থেকে নাগাড়ে বর্ষণ হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। জেলায় জেলায় বহু এলাকা এখনও জলমগ্ন। রেললাইনে জল জমার কারণে সকালে শিয়ালদহ বিভাগে নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলেছে ট্রেন। দক্ষিণের বেশির ভাগ জেলায় একই পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাতেও দুর্যোগ চলবে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোথাও কোথাও ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। হাওড়ার উলুবেড়িয়ায় ১১০ মিলিমিটার, আমতায় ১০০ মিলিমিটার এবং উত্তর ২৪ পরগনার দমদমে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বসিরহাটে ৯০ মিলিমিটার, সল্টলেকে ৯০ মিলিমিটার, আলিপুরে ৮০ মিলিমিটার, ব্যারাকপুরে ৮০ মিলিমিটার, কাকদ্বীপে ৮০ মিলিমিটার এবং ক্যানিংয়ে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও। তারকেশ্বরে ৭০ মিলিমিটার, ঝাড়গ্রামে ৬০ মিলিমিটার, খড়্গপুরে ৫০ মিলিমিটার এবং লালগড়ে ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর।
মঙ্গলের পর বুধবারও রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি আগামী ৪৮ ঘণ্টায় ক্রমশ উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোবে। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঠিন্ডা, রোহতক, কানপুর, ডালটনগঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্বে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তা ছাড়া, রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এ সবের জেরে সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর। দক্ষিণের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার সারা দিনে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী সোমবারের আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
গত ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে উত্তরের জেলাগুলিতেও। জলপাইগুড়িতে ৩০ মিলিমিটার, সেবকে ২০ মিলিমিটার, কালিম্পঙে ২০ মিলিমিটার এবং কোচবিহারে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।